বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে ৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি আলী আহমদ (৩০), তিনি বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের এখলিছ আলীর ছেলে।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলী আহমদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার খাটের নিচ থেকে ৮ বোতল ভারতীয় এসিব্লাক এবং ৫৪ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬২ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সিলেট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।