জকিগঞ্জে আসছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি আব্দুল মান্নান

জকিগঞ্জ  প্রতিনিধি
: জকিগঞ্জে আসছেন বিশ্ববিখ্যাত ইসলামি বিশ্ববিদ্যালয় দারুল উলুম করাচির নাইবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান (দা.বা)। আগামী ১০ জানুযারী তিনি জকিগঞ্জের রারাই গ্রামে অবস্থান করে ১২ জানুয়ারি প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফ্ফার শায়খে মামরখানি (রহ)-এর স্মৃতি বিজড়িত  মুনশীবাজার জামেয়া ফয়জেআম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন।

করাচি থেকে শ্রীলঙ্কা হয়ে ইতোমধ্যে তিনি রাজধানী ঢাকায় পৌছেছেন। বাংলাদেশে অবস্থানকালে তিনি রাজধানী ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বেশ কয়েকটি ইসলামী মাহফিলে বক্তব্য রাখবেন। পাকিস্তান সুপ্রীম কোর্টের বিচারপতি থাকাকালীন সময়ে মুফতি তাকী উসমানী বেশির ভাগ রায় ও ফতোয়ার লেখক হচ্ছেন মুফতি আব্দুল মান্নান। 

মুফতি আব্দুল মান্নান সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রারাই গ্রামের সন্তান। সিলেটের হযরত শাহজালাল দরগাহ মাদ্রাসায় লেখাপড়া শেষ করে চলে যান পাকিস্তানের দারুল উলূম করাচীতে। সেখানে লেখাপড়া শেষ করে অদ্যাবদি দারুল উলুম করাচীর নাইবে মুফতি পদে কর্মরত আছেন। শাহজালাল দরগাহ মাদ্রাসার সাবেক মুহতামিম সিলেটের প্রখ্যাত ফকীহ হযরত মাওলানা মুফতি আবুল কালাম যাকারিয়া (রহ.) ছিলেন তার সহপাঠি। 

পাকিস্তান সুপ্রীম কোর্টের শরীয়া কাউন্সিলের বিচারপতি আল্লামা মুফতি তাকী উসমানীর পরই দারুল উলুম করাচিতে তাঁর প্রভাব ও গ্রহণযোগ্যতা ব্যাপক।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন