বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

 

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন শাখা চালু হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে বিশ্বনাথ পৌর শহরের জগন্নাথপুর রোডে ব্যাংক কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিশ্বনাথ শাখার ম্যানেজার কামাল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ী মোঃ আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমদ, সিলেটের রিজিওনাল ম্যানেজার আব্দুল আহাদ খন্দকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারিকোনা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোছাব্বির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী, বিশ্বনাথ পুরান বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, ব্যবসায়ী শানুর হোসেন, লার্নিং পয়েন্ট এর ডিরেক্টর মইন উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সদস্য রাজা মিয়া প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন