বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে গ্লোবাল ল’ সলিসিটর ইউকের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রায় ২ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে পৌরশহরের পুরান বাজারের সওজের ডাকবাংলো প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ল’ সলিসিটর ইউকের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদ। বক্তব্যে তিনি বলেন, 'অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমার ওই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা সবাই আমার পাশ থাকলে আশাকরি আরও অনেক কিছুই করতে পারব। বিশ্বনাথের সাংবাদিকেরা নিজেদের পেশাগত কাজের পাশাপাশি মানুষের কল্যাণেও যে কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি বাবরুল হোসেন বাবুল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু ও সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।
বিষয়
বিশ্বনাথ