মাধবপুরে বাসের ধাক্কায় তিন নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা পাইওনিয়ার কোম্পানির তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কোম্পানিতে কাজে যোগ দিতে প্রতিদিনের মতো টমটমে রওনা দেন কয়েকজন শ্রমিক। কিন্তু শাহজিবাজার এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় টমটমটি উল্টে যায়। ঘটনাস্থলেই উর্মী আক্তার ও দিলারা বেগম নামে দুই নারী শ্রমিক মারা যান। গুরুতর আহত অবস্থায় রুমি আক্তারকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহতরা হলেন বানিয়াচঙ্গ উপজেলার মজলিশপুর গ্রামের উর্মী আক্তার, নবীগঞ্জ উপজেলার জান্তরি গ্রামের দিলারা বেগম এবং বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, নিহতদের মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও চালককে আটকের জন্য অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন