জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম স্টেশনের পূর্ব পাশে শনিবার রাত ৯ টার সময় ট্রাক-সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ১ ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম কাজী কমর উদ্দিন (৬২)। তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের (নালুহারা) বিয়াবাইল গ্রামের বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী আটগ্রাম স্টেশনের ব্যবসায়ী জামিল আহমদ জানান, আটগ্রাম স্টেশনের পূর্ব পাশে রাস্তার ধারে একটি ট্রাক দাড় করানো ছিল। কালীগঞ্জ বাজার থেকে গরু বোজাই করা ১টি মিনিট্রাক ঐ জায়গা ক্রস করার সময় আটগ্রাম থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কাজী কমর উদ্দিন মারা যান।