সিলেটের রিজেন্ট পার্কে অসামাজিক কর্মকাণ্ড: ১৬ যুবক-যুবতী আটক, বিয়ে দিয়ে মীমাংসার চেষ্টা


সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্কে স্থানীয়দের অভিযানে ১৬ জন যুবক-যুবতীকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় আটক করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে স্থানীয়রা খবর পেয়ে পার্কে গিয়ে কয়েকটি কক্ষে ভাড়া থাকা অন্তত ১৬ জন যুবক-যুবতীকে আটক করেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ওই কক্ষে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

আটককৃতদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে এবং তারা সিলেটের বিভিন্ন এলাকা—বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর, ও মৌলভীবাজারের বাসিন্দা। স্থানীয়রা জানান, রিজেন্ট পার্ক দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং প্রেমিক-প্রেমিকারা গোপনে এসব কাজ চালিয়ে আসছিল। এ সুযোগে দিয়ে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে। 

অভিযানের পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে পার্কে ভাঙচুর চালায় এবং ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ১৬ জন যুবক-যুবতী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ছিলেন, যা স্থানীয়রা সনাক্ত করেন। পরে, এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দেন এবং তারা আসলে বিয়ের ব্যবস্থা করবেন। তবে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন