বিশ্বনাথে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের জমকালো ও বর্ণাঢ্য উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি :
 
জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পর্দা উঠেছে সিলেটের বিশ্বনাথের বিগ বাজেটের ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৫ম আসরের। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে পৌরশহরের শ্রীধরপুর গ্রামের খেলার মাঠে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে বিগ বাজেটের এই ফুটবল টুর্ণামেন্ট।

টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিশ্বনাথ উপজেলার হেলাল ফুটবল একাদশ (শাহবাজপুর-দশঘর) ৩-১ গোলের ব্যবধানে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশকে হারিয়ে টুর্ণামেন্টে শুভ সূচনা করেছে। উদ্বোধনী ম্যাচে উভয় পক্ষে থাকা স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি নাইজেরিয়া ও আইভেরিকোস্ট থেকে আগত খেলোয়াড়েরা একে অপরের মুখোমুখি লড়াই করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন হেলাল ফুটবল একাদশের মিলাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম. আসকির আলী। বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জসহ সিলেটের খেলাধুলার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন জনতার নেতা নিখোঁজ এম.ইলিয়াস আলী। ভবিষ্যতে আমরা সুযোগ পেলে পুনরায় খেলাধুলার উন্নয়নে কাজ করব। উন্নত প্রযুক্তি ব্যবহার করেও নতুন নতুন খেলার মাঠ বা স্টেডিয়াম তৈরি করা না হলে প্রতিভাবান খেলোয়াড়েরা বেরিয়ে আসবে না। এজন্য সরকারের পাশাপাশি প্রবাসী ও বিত্তবানসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এ সময় তিনি এম. ইলিয়াস আলী যাতে অক্ষত অবস্থায় সবার মাঝে দ্রুত ফিরে আসেন, এজন্য সকলের দোয়া কামনা করেন।

উদ্বোধকের বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান। বক্তব্যে তিনি বলেন, ‘সমাজকে সুন্দর ও শান্তিময় হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ আয়োজন করে আসছেন। আর এই টুর্ণামেন্ট আয়োজনের স্বার্থকতা আসবে যখন আমাদের এলাকার খেলোয়াড়েরা তাদের দক্ষতা ও প্রতিভা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আলো ছড়াবেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর দেশের মাটিতে বসে ফুটবল টুর্ণামেন্ট দেখতে পেরে সত্যিই আনন্দ পেয়েছি।’

টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা তোফজ্জাল আলম তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, দশঘর ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কালাম, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল বাসিত বকুল, টুর্ণামেন্টের অর্থদাতা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী শেখ নিজাম উদ্দিন শাহ্, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শানুর আলী, খলিলুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না।

উল্লেখ্য, প্রবাসীদের অর্থায়নে ২০২১ সাল থেকে নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’। এবার চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং রানার্সআপ দল পাবে নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি। পাশাপাশি র‍্যাফেল ড্র’র মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা পুরষ্কার জেতার সুবর্ণ সুযোগ রয়েছে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের।সিলেট বিভাগের ১৬টি দলের অংশগ্রহণে মাসব্যাপী চলবে এবারের ফুটবল আসর। এ বছর টুর্ণামেন্টের ব্যয় ধরা হয়েছে ২৫ লক্ষ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন