সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার নতুন ভূমিতে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছের সভাপতিত্বে সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও সভাপতি মাওলানা একেএম আব্দুন নুর, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, মাদ্রাসার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, ভাটিপাড়া গ্রামের শফিকুল ইসলাম, শেখেরগাঁও গ্রামের আব্দুল জাহির, মাঝগাঁও গ্রামের ইরন মিয়া, খাগহাটা গ্রামের আশিক মিয়া, খানপাড়া গ্রামের শামীম খান, মাদ্রাসার সহকারী অধ্যাপক কাজী নুর উদ্দিন, উপাধ্যক্ষ মাওলানা খসরুজ্জামান, সহকারী অধ্যাপক (বাংলা) মো. মোস্তাফিজুর রহমান ও মানবতার ঘরের ইকবাল হোসেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কাজীরগাঁও গ্রামের মাওলানা আব্দুল করিম।