জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে


সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে মঙ্গলবার রাত ১০ টার দিকে আযকার কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সেন্টারের নিচতলার একটি রুম থেকে হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার পর স্থানীয় এলাকাবাসী তৎপর হয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। রাত ১০টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবির জানান, তিনতলা ভবনের নিচতলার একটি দোকান ঘর থেকে আগুন শুরু হয়। আগুনে "আসিফ এন্টারপ্রাইজ" নামে একটি দোকানের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন