নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কথিত আহলে হাদিস সম্প্রদায়ের সম্মেলন বন্ধ করার আশ্বাস দিয়েছে সিলেটের প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ) মাদ্রাসায় আলেম সমাজের বৈঠক চলাকালে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে এ আশ্বাস প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক জামিয়া মাদানিয়া কাজির বাজার-এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।
এছাড়া জেলা প্রশাসন সূত্র জানা গেছে সিলেটে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সব পদক্ষেপ নেয়া হবে।
৪ জানুয়ারি (শনিবার) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশে ইসলামের নামে বিতর্কিত কর্মকাণ্ড চালানো আহলে হাদিস নামধারী সম্প্রদায় তাদের সম্মেলন করতে উদ্যোগ নেয়। খবরটি জানার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সিলেটের সর্বস্তরের আলেম-সমাজের মধ্যে। বিষয়টি নিয়ে বুধবার (১ জানুয়ারি) দুপুরে শাহজালাল জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার আলেম-সমাজের বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ উলামা পরিষদ, সিলেট ইমাম সমিতি ও সিলেট মহানগর কওমি মাদরাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ বর্ষিয়াণ আলেমরা উপস্থিত ছিলেন।
এ বৈঠক থেকে প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন আলেমরা। তারা বলেন বিতর্কিত সম্প্রদায় কথিত আহলে হাদিসের ৪ জানুয়ারির আলিয়া মাঠের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে প্রশাসন এ বিষয়ে উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসায় পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবারের বৈঠকে আলেমরা বলেন, ফ্যাসিবাদের দোসর আহলে হাদিস নামধারীরা স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেওয়া হারাম ফতোয়া দিয়েছিলো ৫ আগস্টের আগে। তারা স্পষ্টত: ফ্যাসিস্টদের দোসর। ভ্রান্ত আহলে হাদিস সম্প্রদায়ের আগামী ৪ জানুয়ারির আলিয়া মাঠের সম্মেলন প্রশাসনকে বন্ধ করতেই হবে। তা না হলে সিলেটের আলেম-সমাজ যে কোনো মূল্যে তা প্রতিহত করবে।
বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় দরগাহ মাদরাসায় আলেম সমাজের বৈঠক শুরু হয়। এসময় সিলেট জেলা প্রশাসন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আলেম সমাজের নেতাদের সঙ্গে যোগাযোগ করে বলা হয় সিলেটে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে দেয়া হবে না। সিলেটের আলেম সমাজের সঙ্গে সব সময় প্রশাসন রয়েছে। প্রয়োজনে আহলে হাদিসের সিলেটের সমাবেশ বন্ধ করা হবে।
এ সময় আলেম সমাজের পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, আশা করছি বিকালের মধ্যে নিষেধাজ্ঞার নোটিশ জারি করবে প্রশাসন। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন সিলেটের আলেম-সমাজ।
সিলেটের জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। সিলেটে কোনো বিশৃংখল পরিবেশ যাতে তৈরি না হয়। সেজন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। এবং এ বিষয়ে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।