বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সিলেটীপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তায়ৈবা বেগম চৌধুরী (১৪) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রবাসী রুহুল আমীন চৌধুরীর মেয়ে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তায়ৈবাকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল তা এখনো অস্পষ্ট।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আত্মহত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তায়ৈবা পরিবারের ভাই-বোনদের মধ্যে দ্বিতীয়। তার বাবা প্রবাসে অবস্থান করছেন। এ মর্মান্তিক ঘটনার পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।