যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথে সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)-এর সাথে যুক্তরাজ্য প্রবাসী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ-সভাপতি এবং বিশ্বনাথ নিউজ ২৪ ডটকমের চেয়ারম্যান মোহাম্মদ মিছবাহ উদ্দিন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার মাদানিয়া মাদ্রাসা মার্কেটে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ নিউজ ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম, এবং সংগঠক দেলোয়ার হোসেন সজীব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দিন, সমুজ আহমদ সায়মন, সংবাদকর্মী মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন