ভরন সুলতানপুর প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত বুধবার (১ জানুয়ারী) এক আলোচনা সভা অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি খাদিমুল ইসলামের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুহেল রানা।
সভায় দিক নিদর্শনামুলক বক্তব্য রাখেন পরিষদের সম্মানিত উপদেষ্টা আব্দুস শহিদ, তাজির আহমেদ, ছাব্বির আহমেদ ও শফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, রাসেল আহমেদ, আশরাফ আহমেদ, আব্দুল হালিম, সালমান আহমেদ, ফয়েজ আহমেদ, কামরুল ইসলাম, রাজন আহমদ প্রুমুখ।
আলোচনা সভায় বক্তারা চলতি বৎসরের কার্যক্রম সম্পর্কে ব্যাপক আলোচনা করেন এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহন করেন। পরিষদের সভাপতির বক্তব্যের মাধ্যমে ও কোরআন খতম এবং দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিভিন্ন দেশে অবস্থানরত জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুর এলাকার সমমনা প্রবাসীদের সমন্বয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন উৎসব, প্রাকৃতিক দূর্যোগে ও যেকোনো প্রয়োজনে পাশে দাড়িয়েছে এই সংগঠনটি। সংগঠনের কার্যক্রম ইতোমধ্যে এলাকাবাসীর প্রসংশা কুড়িয়েছে।