আহমদ হোসাইন আইমান:: হাজার হাজার আলেমের উস্তাদ, ইছামতি দারুল উলূম কামিল মাদরাসা’র সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা মাশুক আহমদ (রহ)-এর ৩য় সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মরহুমের কবর জিয়ারতের মধ্যে দিয়ে মাহফিল শুরু হয় জকিগঞ্জের মঙ্গলশাহ গ্রামের নিজ বাড়িতে।
মাহফিলে মোনাজাত করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল এম.এ মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
মাহফিলে উপস্থিত ছিলেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান তাপাদার, ইছামতি কামিল মাদরাসা'র অধ্যক্ষ মাওলানা শিহাবুর রাহমান চৌধুরী, মাথিউরা ফাজিল মাদরাসা'র উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, ইছামতি কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, জকিগঞ্জ ফাজিল সিনিয়'র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দিন, কাজলশাহ ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, কাজলশাহ ইউনিয়নের কাজী মাওলানা আব্দুল হাছিব, জকিগঞ্জ টিভি'র ডিরেক্টর জামাল আহমদ, এডভোকেট শাহরিয়া আহমদ,আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, গুটার গ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন, রশিদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মো: আব্দুল কুদ্দুছ চৌধুরী তাজুল, নবীগনঞ্জ কদুর বাজার দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা হাবিবুর রহমান,গুটার গ্রাম দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল বাসিত, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালিক, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র সহকারী শিক্ষক মাষ্টার মুহি উদ্দিন চৌধুরী, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন চৌধুরী, হবিবিয়া ছাত্র সাংসদের ভি'পি আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদরাসা’র হবিবিয়া ছাত্র সংসদের এ. জি.এস মাজহারুল ইসলাম চৌধুরী, জুবায়ের আহমেদ চৌধুরী, শাহান আহমদ চৌধুরী, তাহমিদ আহমদ চৌধুরী, সুমন আহমদ, প্রমূখ।
মাহফিলে বক্তারা বলেন, মরহুম মাওলানা মাশুক আহমদ (রহ) দ্বীনের খেদমতে নিজের জীবন উৎসর্গ করেছেন।
একই প্রতিষ্ঠানে ৪২ বছর শিক্ষাদান করে নিজ হাতে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন যারা দেশ-বিদেশে সুপ্রতিষ্ঠিত অবস্থানে রয়েছেন। জীবনভর তিনি যে শিক্ষকতা ও দ্বীনি খেদমত করে গেছেন তা মানুষের হৃদয়েই তাঁকে বাঁচিয়ে রাখবে।
মাহফিলে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত, বিষয়ভিত্তিক আলোচনা, জিকির, মিলাদ-মাহফিল ধারাবাহিক ভাবে চলে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে গ্রামবাসী সহসহস্রাধিক মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
মাওলানা মাশুক আহমদ (রহ)-এর ঈসালে সওয়াব মাহফিলে আগত অতিথিবৃন্দ, সহযোগীবৃন্দ ও এলাকাবাসীর প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন মরহুমের ছেলে ব্রিটেন প্রবাসী মাওলানা গুলজার আহমদ ও মো. ইকবাল আহমদ।
অধ্যক্ষ মাশুক আহমদ (রহ) ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থপনায় সম্পুর্ণ মাহফিল পরিচালিত হয়।