জকিগঞ্জের হাইদ্রাবন্দে ৯ শতাধিক রোগীকে ফ্রি চক্ষুসেবা ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান

জকিগঞ্জ প্রতিনিধি  :
:
 জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামে রবিবার (৫ জানুয়ারি) সকালে ডা. আব্দুল হান্নান ট্রাস্ট ও বারাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং মুনিম এইড ইউকে ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের অর্থায়নে ৯ শতাধিক গরীব অসহায় রোগীকে ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। এসময় দরিদ্র অসহায় এসব রোগীদের ঔষধ, চশমা ও নির্বাচিত ৩০ জন রোগীকে অপারেশনের জন্য মৌলভীবাজার বার্ড হসপিটালে রেফার করা হয়।
বাদ জোহর হান্নানিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ সমাপনী ৮ জন ছাত্রের মাথায় পাগড়ী পরিয়ে দেন প্রধান অতিথি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী । সমাজসেবী ডা. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও আল-ইসলাহ নেতা মাওলানা ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, লায়ন্স ক্লাবের সাবেক গভর্নর শিল্পপতি সেকিল চৌধুরী, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট শাহাদত চৌধুরী ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল হালিম, জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জার্মানির বার্লিন শহরের বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী, ইউকে প্রবাসী মুফতি মুন্তাকিম।

বাদ আসর কেরাত সম্মেলনে পবিত্র কুরআন তেলাওয়াত করেন লন্ডনের ক্বারী আহমদ হাসান হাফিজাহুল্লাহ, সৌদি আরবের দাম্মামের সাবেক ইমাম ক্বারী আল-আমিন ইয়াহইয়া, ক্বারী হাফিজ হোসাইন আহমদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন