হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে মোবাইল ফোন ব্যবহার নিয়ে পারিবারিক কলহের জেরে বাবার হাতে প্রাণ হারিয়েছে ১৫ বছর বয়সী কিশোরী রানু বেগম। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানু বেগম মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সঙ্গে নিয়মিত কথা বলতেন। এটি তার বাবা মঈন উদ্দিনের অপছন্দ ছিল। বাবার নিষেধ সত্ত্বেও রানু তার অভ্যাস চালিয়ে যান, যা নিয়ে পিতা-মেয়ের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।
ঘটনার দিনও একই বিষয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে মঈন উদ্দিন ক্ষিপ্ত হয়ে রানুর ঘাড়ে ধারালো দা দিয়ে আঘাত করেন। রানু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
নিহতের মা শাহেদা বেগম জানান, মেয়ে মোবাইলে ছেলেদের সঙ্গে কথা বলায় তার বাবা বেশ বিরক্ত ছিলেন। তবে আমি কখনো কল্পনাও করিনি যে, এই কারণে আমার মেয়ের জীবন কেড়ে নেওয়া হবে। আমি এই হত্যার সঠিক বিচার চাই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা আসাম মঈন উদ্দিনকে আটক করেছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।