বিয়ানীবাজারে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

 

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার তহিরুন নেছা চৌধুরী একাডেমিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য শীর্ষক তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় ২নং চারখাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে একাডেমির সম্মেলন কক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। একাডেমির প্রধান শিক্ষক ইউছুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একাডেমির সাবেক সভাপতি হোসেন মুরাদ চৌধুরী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান।

উৎসবের প্রতিপাদ্যের আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম। এছাড়াও বক্তব্য রাখেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক আজিজুর রহমান এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা লিমন আহমদ।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধাগুলো তুলে ধরেন। তিনি বলেন, “এলাকায় সংঘটিত ছোট খাটো' বিরোধ, দাঙ্গা, পাওনা টাকা আদায়, সম্পদ পুনরুদ্ধারসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করা যেতে পারে। এতে অল্প সময় ও খরচে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয় এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।”

তিনি শিক্ষক-শিক্ষার্থীদের গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রচারণায় অংশ নেওয়ার আহ্বান জানান।

উৎসবে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন