বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা অনলাইনে গত রবিবার (৫ জানুয়ারি) ফোরামের আহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুর রশীদ আনিছের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের যুগ্ম আহবায়ক এনাম উদ্দিন, জাহিদ খান, উবায়দুর রহমান, কাওছার ফারুকী, আরব আমিরাত শাখার আহবায়ক জুনেদ আহমদ ও সদস্য সচিব কামরুজ্জামান, ওমান শাখার আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব খালেদ আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে ইতালী প্রবাসী জুনেদ আহমদকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত করা হয়। তাছাড়া দুস্থ্য-অসহায় রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা এবং ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের শাখা গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়।