সিলেট-তামাবিল সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১) এবং হাফিজুর রহমান (২০)। দুর্ঘটনাটি শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার ধামড়ি বিল সংলগ্ন এলাকায় ঘটে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, সিলেটগামী প্রাইভেট কারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত আরও একজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আহত ব্যক্তি মারা যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় কবলে পড়া গাড়িটির নম্বর ছিল ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪। গাড়ির মধ্যে সুনামগঞ্জের ছাতক পৌর ছাত্রদলের একটি ব্যানার পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, হতাহতরা ছাত্রদলের নেতাকর্মী হতে পারেন। তারা ডিবির হাওর ও শাপলা বিল ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডট কম