গতকাল সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে, সেনাবাহিনী মংলারগাঁও গ্রামের শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে, যার মধ্যে ছিল চাউল, ডাল, তেল,চিনি, ময়দা,পেঁয়াজসহ অন্যান্য খাবারের সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন মেজর জাবির আল আসিফ (অধিনায়ক, ৪২ বীর), ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ (৪২ বীর), ওয়ারেন্ট অফিসার শওকত, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য মাও: আব্দুস সালাম আল মাদানি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য ও দোয়ারাবাজার উপজেলা আমির ডা. হারুনুর রশীদ, এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
মেজর জাবির আল আসিফ জানান, "বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষা নয়, দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সদা প্রস্তুত। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক সহায়তা প্রদান করে যাবো।"
এছাড়া, স্থানীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।