জকিগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন

জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন (এলজিইডি) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় মোঃ মুহিবুর রহমান সাবুলকে সভাপতি,  সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক ও এস রহমান সায়েমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন শামীম আহমদ সিনিয়র সহ-সভাপতি, জিল্লুর রহমান সহ-সভাপতি, আব্দুল আজিজ সহ সভাপতি, আবিদুর রহমান সহ সাধারণ সম্পাদক, আজিজুর রহমান মেম্বার সহ সাধারণ সম্পাদক, মো মামুন আহমদকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। বাকী পদগুলো পূরণ করে জেলা শাখায় অনুমোদনের জন্য পাঠাতে বলা হয়।

কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হোসেন তোফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা বাবু রাখাল দে, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ ও সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী, জেলা যুগ্ম-সম্পাদক ইমাম হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, সহ-কোষাধ্যক্ষ সানোয়ারুল হক খান, ঠিকাদার মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, বাহার আহমদ, আজাদ আহমদ ও জিল্লুর রহমান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ৮ জন সিনিয়র কন্ট্রাক্টর যথাক্রমে অলি চৌধুরী, হাসান আহমদ, আব্দুর রহমান লুকু, আব্দুশ শহীদ, শিব্বির আহমদ রনি, রিপন আহমদ, ইজ্জাদুর রহমান মুন্না ও বাহার উদ্দিনকে সাধারণ ঠিকাদারদের মধ্য থেকে আলোচনা পর্যালোচনা করে ২০২৪-২৫ সেশনের জন্য কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।

তাঁরা সবার মতামতের ভিত্তিকে সাধারণ ঠিকাদারবৃন্দের সামনে উক্ত কমিটির প্রকাশ করলে সকল ঠিকাদারবৃন্দ একমত প্রকাশ করে নবগঠিত কমটিকে অভিনন্দন জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন