বিয়ানীবাজার প্রতিনিধি : আজ ১৪ ডিসেম্বর, জাতির বেদনাদায়ক দিন শহীদ বুদ্ধিজীবী দিবস। বিয়ানীবাজারবাসী গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেছে।
উপজেলার কাঁঠালতলা বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-বিডিপি, ফায়ার সার্ভিস, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে শহীদ হওয়া বিয়ানীবাজারের সূর্য সন্তান অধ্যাপক ড. জিসি দেব-এর স্মরণে লাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিফলকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন,
"এই জাতির মেধাবী সন্তানদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাঁদের আদর্শের বাংলাদেশ গড়তে সক্ষম হব।"
এ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা ও প্রার্থনালয়ে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।