সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিমকে এক নারীসহ আটক করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি ওই নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর লালবাজার এলাকার হোটেল আল-জালালের একটি কক্ষে অভিযান চালিয়ে আজমল হোসেন সেলিম ও পারভীন নামে এক নারীকে আটক করে পুলিশ। সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হোটেলের রেজিস্ট্রার খাতায় পারভীনকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন সেলিম। তবে, পারভীন তার প্রকৃত স্ত্রী কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক বলেন, “হোটেল থেকে আটককৃতদের বিষয়ে তদন্ত চলছে। সেলিমের বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”