জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের পাঠানচক গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি কালভার্ট নির্মানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয়দের মধ্যে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমানের মধ্যস্থতায় উভয়পক্ষের লোকদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়। উভয়পক্ষের সমোঝোতার মাধ্যমে ব্রীজ সংলগ্ন সংশ্লিষ্ট জমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সেখানে একটি গার্ডওয়াল নির্মান করে দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। তাছাড়া ব্রীজ নির্মান কাজ দেখভাল করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ খান, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান ও মাস্টার মাহমুদুল হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদ সদস্য শামীম আহমদ খান, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুর রহমান, মাস্টার মাহমুদুল হাসান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা যুবদল নেতা মাছুম আহমদ, জকিগঞ্জ উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক এস রহমান সায়েম প্রমুখ।
এ প্রসঙ্গে জমির মালিকপক্ষের তানভীর আহমদ জানান, এই মিমাংসায় আমি সন্তুষ্ট। ব্রীজের পাশে আমাদের জমির উপর গাছটিও সরিয়ে নেব।
সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সাব্বির আহমদ বলেন, এলাকাবাসীর স্বার্থে আমি এই সমঝোতায় রাজি হয়েছি। আমার নির্মান শ্রমিকেরা যাতে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। কাজের কোনো অসংগতি ধরা পড়লে এলাকার মধ্যে যাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, তাদেরকে অবগত করা আহ্বান রইল।
জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, পাঠানচক গ্রামের জনগুরুত্বপূর্ণ এই কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। দুপক্ষের লোকজন আন্তরিক থাকায় বিষয়টি সহজে সমাধান হয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এলাকার স্বার্থে এলাকার গণ্যমান্য তিনজনকে দায়িত্ব দিয়ে এসেছি। কোনো রকম অনিয়ম দেখা দিলে উনারা আমাকে অবগত করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।