জকিগঞ্জ সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি :
 
জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের লেখা-পড়ার মানোন্নয়ের লক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১১টার সময় কলেজ কনফারেন্স হলে বিপুল সংখ্যক অভিভাবকদের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।

জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দেবর্ষী দাস পার্লি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক বায়েজীদ হোসেন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ সরকারি কলেজের বায়োলজি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দেবর্ষী দাস পার্লি  বলেন, আমি ক্লাসে ১২০ জনের অধিক শিক্ষার্থীকে হোম ওয়ার্ক দিয়েছিলাম কিন্তু মাত্র ১০ থেকে ১২ জন সেটি করতে পেরেছে বাকি শিক্ষার্থীরা করেনি। তখন আমি কারণ জানতে চাইলে ছাত্ররা উত্তর দিয়েছিল অনেক রাত পর্যন্ত তারা বাজারে বা বাইরে ঘোরাঘুরিতে ছিল।  বাসায় দেরিতে ফিরেছিল। ছাত্রীরা উত্তর দিয়েছিল তারা অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখায় ব্যস্ত ছিল তাই হোমওয়ার্ক করেনি। আমি তাদের এই উত্তর শুনে হতভম্ব হয়ে যাই।  আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও রাত ১০ টা পর্যন্ত টিভি দেখা বন্ধ করে দিবেন। আমার মা আমার জন্য টিভি দেখা বন্ধ করে দিয়েছিলেন বিধায় আজ আমি কলেজের প্রভাষক হতে পেরেছি।
অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমেদ বলেন, আমি এ কলেজের ছাত্র ছিলাম,আজ এই কলেজের প্রভাষক হয়ে এসেছি। আমরা চেষ্টা করছি কলেজের শিক্ষার মান উন্নয়ন করার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।  


জকিগঞ্জ সরকারি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ হোসেন জামিল তার বক্তব্যে বলেন, আমি জকিগঞ্জ সরকারি কলেজে দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার মান উন্নয়নের জন্য। জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রদের ক্লাসে উপস্থিতি হতাশাজনক। এখান থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি, অভিভাবক সমাবেশ তারই একটা অংশ। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের প্রতি যত্নবান হবেন, তারা নিয়মিত কলেজে আসছে কিনা খোঁজখবর নিবেন। বাড়িতে পড়ার টেবিলে বাসায় জন্য চাপ প্রয়োগ করবেন, প্রতিদিন কমপক্ষে চার ঘন্টা করে পড়তে বাধ্য করবেন। আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও এই দায়িত্বটুকু আদায় করবেন এটাই আমার অনুরোধ। 


জকিগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক স্বপন আহমদ পরিচালনায়, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদুজ্জামান শাহেদ, অবিভাবক তামান্না চৌধুরী মুন্নী।


অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মস্তুু মিয়া, নজরুল ইসলাম, মুসা আহমদ ইয়াহিয়া, শোয়াইবুর রহমান, সাবলু আহমদ, নুরুজ্জামান, সাইফুল ইসলাম, আলা উদ্দিন, সুমন আহমদ, সুসান্ত বাবু, সাহানা জান্নাত নিলা, আফিয়া বেগম, রিপা জাহান প্রিয়া, রিমা বেগম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন