এই দোকানে একজন ক্রেতা ১৬৬ টাকায় ১ লিটার সয়াবিন, ৭১ টাকায় ১ কেজি আলু, ৪৪ টাকায় ১ হালি ডিম, ৮১ টাকায় ১ কেজি পেঁয়াজ এবং ১২৪ টাকায় ১ কেজি চিনি কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল এবং প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, ‘উপজেলার জনসাধারণ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত সপ্তাহে একদিন এই দোকান খোলা থাকবে এবং পাঁচটি পণ্য সরবরাহ করা হবে।