বুধবার জকিগঞ্জে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


আগামীকাল বুধবার, ১৮ ডিসেম্বর, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অঞ্চলের ৮টি ইউনিয়নে বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জকিগঞ্জ-১ (লামারগ্রাম) ও জকিগঞ্জ-২ (কালিগঞ্জ) ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে বারহাল ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং উপভোগকারীদের এ সময় বিদ্যুৎ সংক্রান্ত জরুরি কাজগুলো আগেভাগে সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন