সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪

ছবি সংগ্রহকৃত
সিলেটের দক্ষিণ সুরমায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ সুরমার লালারগাঁও এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ববানিপুর গ্রামের আব্দুল মুকিত (৪০) এবং একই উপজেলার ইসলামপুর গ্রামের রুহুল আমিন (২৬)। দুর্ঘটনায় সিএনজি চালকসহ চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত রুহুল আমিনের মামা জানান, দুর্ঘটনার আগে তিনি ও তার ভাগনা রুহুল আমিনসহ পাঁচজন সিলেটের কিনব্রিজ এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় জগন্নাথপুরের উদ্দেশে রওয়ানা দেন। লালারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম 
নবীনতর পূর্বতন