বিশ্বনাথ প্রতিনিধি : ঘুষের বিনিময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদানের অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশের কনস্টেবল গৌতম রায়কে পুুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুলিশ লাইনসে ক্লোজড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া।
জানা গেছে, বিশ্বনাথ থানায় যোগদানের পর থেকেই পুলিশ কনস্টেবল (ক-৪৭৭) গৌতম রায় পুলিশ ক্লিয়ারেন্স বাণিজ্যে জড়িয়ে পড়েন। অন্যান্য দায়িত্ব পালন না করে থানার একটি কক্ষকে রীতিমত অফিস বানিয়ে ঘুষের বিনিময়েই কেবল ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করতেন তিনি। ঘুষ ছাড়া দিতেন না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
নিয়মানুযায়ী ৫০০ টাকার ব্যাংক চালান দিয়ে যে কেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার কথা থাকলেও বিশ্বনাথ থানায় হচ্ছিল এর উল্টো। এখানে ব্যাংক চালান ছাড়াও ক্লিয়ারেন্স প্রতি ৫-১০ হাজার টাকা উৎকোচ দিয়ে নিতে হতো এই সেবা। এমনকি, বড় অংকের ঘুুষ নিয়ে বিভিন্ন মামলার আসামিদেরও দেয়া হতো ক্লিয়ারেন্স। এ সব ঘুষের টাকা আদায় করতেন কনস্টেবল গৌতম নিজে।
সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনস্টেবল গৌতমের ঘুষ গ্রহণের একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য গুনে গুনে টাকা নিচ্ছেন তিনি।
এর আগে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়ার বিরুদ্ধেও ক্লিয়ারেন্স বাণিজ্যের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কনস্টেবল গৌতম রায় ক্লোজড হওয়ার বিষয়টি স্বীকার করলেও কি কারণে তাকে ক্লোজড করা হয়েছে-তা জানেন না বলে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল মিয়া বলেন, ‘প্রশাসনিক কারণেই কনস্টেবল গৌতমকে প্রত্যাহার করা হয়েছে।’