জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু!


জকিগঞ্জ প্রতিনিধি  : জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় সাকিল আহমদ (১৮) নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৭ টা ২৫ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার সোনাসার-শরীফগঞ্জ রোডের হাসিতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাকিল আহমদ বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের জয়নাল আহমদের ছেলে। এ সময় একই গ্রামের সোহাগ মিয়ার ছেলে শাহাদত হোসাইন (১৭) নামে অপর আরোহী গুরুতর আহত হন।

গুরুতর আহত শাহাদত হোসাইনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন