জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর সীমান্তে ভারতীয় উগ্র খাসিয়ার গুলিতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।
সূত্র মতে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে নিহত মোঃ মারুফ মিয়া (১৬)সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক কর্তৃক একনলা গাঁদা বন্দুক দিয়ে ০১ (এক) রাউন্ড গুলি করে। পরবর্তীতে তার সাথে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং তার পরিবার কর্তৃক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক বেলা আনুমানিক ৩ টায় মৃত ঘোষনা করেন তাকে।
গোয়েন্দা সুত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কিঃমিঃ দুরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গমন করে। বিজিবি মিনাটিলা বিওপি কতৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়েছে । বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে সাড়ে ৪ টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি এবং উক্ত ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
এবিষয়ে অধিনায়ক ৪৮ বিজিবি ভারতীয় ০৪ বিএসএফের কমান্ড্যান্ট এর সাথে আলোচনা করেন এবং অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য বলেন।নিহত মারুফ জৈন্তা পুরের ঝিংগাবাড়ি গ্রামের মো. সাহাবুদ্দিনের পুত্র ।