জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের লোহারমহল গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক প্রমুখ। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে লোহারমহল গণকবর প্রাঙ্গণে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে।