জকিগঞ্জ প্রতিনিধি : শাহসূফী হযরত আল্লামা প্রিন্সিপাল শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে সাওয়াব মাহফিলে হাজার হাজার ভক্ত মুরিদানের ঢল নামে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) জকিগঞ্জের বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে খলিফায়ে ফুলতলী শাহসূফী আল্লামা বালাউটি ছাহেব (রহ)-এর ৫ম বার্ষিক ঈসালে সওয়ার সম্পন্ন হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিহত প্রদান করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে পূর্বের দিন থেকে আসতে থাকেন মুরিদীন-মুহিব্বীগণ। প্রখ্যাত এ ওলীর রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তাঁর মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য ভক্ত-আশিক দফায় দফায় মোনাজাত করেন। আনুষ্ঠানিকভাবে আল্লামা বালাউটি ছাহেব রহ. এর মাজার জিয়ারত, মিলাদ ও দোয়ার পর শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব, জিকির-আযকার পরিচালনা, নসিহত প্রদান ও আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। খতমে কুরআন, খতমে বুখারী, খতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পন্ন হয় মাহফিল উপলক্ষে। সকাল ৮ টা থেকে চলে আনুষ্ঠানিক কার্যক্রম। দেশ ও বিদেশ থেকে আসা বুযুর্গ, পীর-মাশায়িখ, উলামায়ে কেরামগণের ধারাবাহিক বক্তব্য-নসিহত পরদিন ফজর পর্যন্ত অব্যাহত থাকে। শৃঙ্খলার দায়িত্ব পালন করেন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক।
মাওলানা ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা ফরিদ আহমদ ও মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন ভারতের উজানডিহী দরবারের মেঝো ছাহেব সাইয়্যিদ আল হাবিব খালেদ আহমদ মাদানী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রূহুল আমীন আফসারী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা'র সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী,ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সাইয়্যিদ মাওলানা আবু বকর আল হুসাইনি, মুফতি মাওলানা সাইয়্যিদ সালমান ফারসী আল হুসাইনি, দারুসসুন্নাহ লতিফিয়া মাদরাসা আমেরিকা'র প্রতিষ্ঠাতা শায়েখ হাফিজ মাওলানা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা, ছাহেবজাদায়ে বালাউটি মাওলানা মো: হাবিবুর রহমান, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ, মাসিক পরওয়ানা’র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মাওলানা মোফাজ্জল হোসেন, চান্দাইরপাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছারওয়ারে জাহান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার প্রাক্তন সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, ড. মাওলানা আহমদ হাসান গাজিপুরী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল লতিফ, ছাহেবজাদায়ে রাঘবপুরী মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ, মাওলানা আবুল কালাম আজাদী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, হাফিজ মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ নেসারী, মাওলানা নুরুল আমান তানভীর, মাওলামা মুজাম্মেল হক্ক মাছুমী, মাওলানা হাফিজ শফিকুর রহমান, মাওলানা আমির হামজা ছালিম প্রমূখ।
মাহফিলে বক্তাগন বালাউটি ছাহেবের স্মৃতিচারণ করে বলেন, বালাউটি ছাহেব (রহ) ইহকাল থেকে চলে গেছেন; কিন্তু মনে হচ্ছে তিনি আমাদের মাঝে, আমাদের স্মৃতিতে সবসময় সর্বক্ষেত্রে বিরাজমান। তাঁর নূরানী ফয়েজ আমাদের উপর জারী আছে। তিনি সারা জীবন সবার সাথে যে মায়া-মমতার ব্যবহার করে গেছেন, ইলমে দ্বীন ও মারিফতের খিদমত করেছেন তা কখনো বিস্মৃত হওয়ার নয়। সবার অন্তরের অন্তস্তলে তিনি অম্লান-অক্ষয় হয়ে থাকবেন। তিনি সারা জীবন পরিশ্রম করে যত খিদমত রেখে গেছেন তা কিয়ামত পর্যন্ত দায়িম ও কায়িম থাকবে আমাদের বিশ্বাস।
মাহফিলে আল্লামা বালাউটি ছাহেব (রহ) প্রতিষ্ঠিত 'বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা' থেকে হিফয সম্পন্নকারী ৮ জন কোরআনে হাফিজকে পাগড়ি প্রদান করা হয় এবং 'আল্লামা বালাউটি হেল্পিং হেন্ডস' এর উদ্যোগে বিতরণ করা হয় শীতের কম্বল।