বিশ্বনাথ ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা

বিশ্বনাথ প্রতিনিধি ::
 
বিশ্বনাথে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ইয়ুথ  পিস আ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার হাজি গণি প্লাজায় টেন মিনিটস ইংলিশ ইন্সটিটিউট এ বিশ্বনাথ ইয়থ এম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর আব্দুল কাইরয়ূম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পিএফজির বিএনপির এম্বাসেডর মোনায়েম খান, বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, এমআইপিএস এর ফিল্ড সমন্বয়কারী কুদরত পাশা।

সভায় বক্তব্য রাখেন,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের শাহ টিপু মিয়া, শারমিন আক্তার মীম, সুজিনা আক্তার প্রিয়া, লুবনা বেগম, সোহাগ, জাহিদুল, রিহাদ, হাবিবুর রহমান, লায়েক হোসেন, ফরিদ আহমদ, সেবুল আহমদ, সাধারণ ছত্র আব্দুল্লাহ, ফয়সল ইসলাম, আজিজুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইয়থ এম্বাসেডর গ্রুপ কাজ করবে।

মাদার সংগঠন হিসেবে বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক  দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।

ত্রৈমাসিক সভায়, সকল সদস্যদের জন্য তিন দিনের প্রশিক্ষণের জন্য দি হাঙ্গার প্রজেক্টের কাছে দাবি জানানো হয়। সভায় নতুন সদস্য অর্ন্তভূক্ত করা হয় এবং ইনএক্টিভ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণের পর পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন