জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুলতানপুর ইউনিয়ন শাখার কর্মীসভা সম্পন্ন হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) বাদ মাগরিব জকিগঞ্জের কামালগঞ্জ বাজারে সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জবরুল হোসেন ইমন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম।

সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ ও পৌর ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদির যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পৌর যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ পাভেল, সুলতানপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক নেতা লিপু আহমদ, ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম জাফর, ছাত্রদল নেতা তারেক আহমদ, শাহান আহমদ ।

উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিরাজ, সিলেট এমসি কলেজে ছাত্রদল নেতা আবু তাহের, ছাত্রদল নেতা দেলোয়ার আহমদ, কাজী সাদিক আহমদ ছাত্রদলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদকে হটিয়েছে এ দেশের ছাত্রজনতা। ফ্যাসিবাদ মুক্ত দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে শহীদ জিয়ার সৈনিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি গণতান্ত্রিক দেশ গড়তে কাজ করার পাশাপাশি পতিত স্বৈরাচার যাতে ফেরত না আসতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন