জকিগঞ্জে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে চারতলা হেলথ ক্যাম্পের নির্মাণ কাজের উদ্বোধন


জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে নির্মিতব্য চার তলা বিশিষ্ট আল হাবীব লতিফিয়া কমপ্লেক্স হেলথ ক্যাম্পের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ও বেসরকারি সংস্থা সুশীলনের ব্যবস্থাপনায় গত ১৫ ডিসেম্বর রবিবার আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমানের সভাপতিত্বে এবং মেসার্স সুরমা এসোসিয়েটস এর প্রধান প্রকৌশলী  আবু বকর মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জকিগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, "সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের হেলথক্যাম্প স্থাপনের এই উদ্যোগ প্রশংসনীয় ও বিশেষ করে মাদ্রাসা কেন্দ্রিক এর উদ্যোগ ব্যতিক্রম। মানব সেবায় সমাজের সকল ধরনের মানুষকে এগিয়ে আসতে হবে। বক্তব্যের শেষে তিনি আল হাবিবের কমপ্লেক্সের সকল কার্যক্রমে সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

সুশীলনের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত  বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন দারিদ্র্য ও দুর্বলতা মোকাবেলা করতে এবং সবচেয়ে সুবিধাবঞ্চিতদের জীবনকে ভালোর জন্য পরিবর্তন করতে সহায়তা করতে প্রায় সারা বাংলাদেশে কাজ করছে। এরই অংশ হিসেবে এই কার্যক্রমে সুশীলন ব্যবস্থাপনার দ্বায়িত্ব নিয়েছে। আশা করা যায় আমরা ভালো কিছু উপহার দিতে পারব।
অন্যান্য কার্যক্রমের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমান। তিনি বলেন, হযরত আল্লামা গনিপুরী ছাহেব (রহ) এর  পরিবারবর্গ বিশেষ করে কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা ফখরুল হাসান সাহেব এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য  প্রতিষ্ঠান  মুসলিম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর স্যাইয়েদ আব্দুর রহমান  এবং শাহীন খানের সহযোগিতায় আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স এর যে কার্যক্রম চলমান রয়েছে তা সমাজের অনেকের জন্য সুবিধা প্রদান করছে। বর্তমানে বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে জনকল্যামূলক কাজ, অসহায় মানুষের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, মসজিদ, ঘর নির্মাণ, টিউবওয়েল, গভীর নলকূপ স্থাপন সেলাই প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রম।"  HCI ও সুশীলন কে ধন্যবাদ এই কার্যক্রমকে বেগবান করার জন্য। নতুন বিল্ডিং এর এই ফ্লোরের কাজ শেষ হলে শিগগিরই শুরু হবে ফ্রি চিকিৎসা সেবা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম আহমদ, সিনিয়র কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশন, জকিগঞ্জ উপজেলা, কাজী ফয়সাল কবির, মনিটরিং অফিসার, সুশীলন, প্রকৌশলী কাজী মোঃ আরিফ, প্রজেক্ট কো-অর্ডিনেটর, সুশীলন,প্রকৌশলী মোঃ এমরান আহমদ, ম্যানেজিং ডিরেক্টর, মেসার্স সুরমা এসোসিয়েটস, লতিফিয়া পরিষদ (বাবুর বাজার) জকিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান তাপাদার জসিম, জকিগঞ্জ টিভির হেড অফ নিউজ আহমদ হোসেন আইমান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি মোস্তাক আহমদ। উপস্থিত ছিলেন  কমপ্লেক্সের সহ ব্যবস্থাপক আশরাফ আহমদ চৌধুরী, হিফজ  বিভাগের প্রধান শিক্ষক হাফিজ নুরুর রহমান, ক্যাশিয়ার আলি মাহবুব সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। মসজিদে লিয়ানার ইমাম ও খতিব মাওলানা আব্দুন নূর সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন