বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি :
 
সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলার প্রায় ৬০ জন সাবেক ফুটবলার ও ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করেছে ‘বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ শাখা। বুধবার (১৮ ডিসেম্বের) বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এবং কৃতি ক্রিড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি দেশে আসা বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলিমসহ ট্রাস্টের আরও ৩ দায়িত্বশীলকে এবং সিলেট জেলা অনুর্ধ্ব-১৫ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে একাডেমি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদের সভাপতিত্বে ধারাভাষ্যকার আরকুম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক আব্দুল আলিম, সহসভাপতি শেখ হারুনুর রশিদ, সহসমাজকল্যান সম্পাদক রেজাউল করিম রাজু, সহঅর্থ সম্পাদক রুমেল আহমদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি মির্জা আছহাব বেগ, ওয়ান পাউন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. শানুর আলী মামুন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কোচ মো. মহসিন, সাবেক ফুটবলার ইকবাল আহমদ, তুফায়েল আহমদ, সংগঠক মাওলানা আব্দুল মতিন, ট্রাস্টের উপদেষ্টামন্ডলীর সদস্য সৈকত আলী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন