হাফিজ মোশাহিদ আলী আন্ধা হাফিজ রহ. শিক্ষা কল্যাণ ট্রাষ্টের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ উপজেলা'র বারঠাকুরি ইউনিয়নের বারগাত্তার ‘হাফিজ মোশাহিদ আলী (আন্ধা হাফিজ) রহ. শিক্ষা কল্যাণ ট্রাষ্ট’র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষা হাফিজ মোশাহিদ আলী রহ.’র নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এটি ১৭তম বৃত্তি পরীক্ষা।

৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় সিলেটের বিভিন্ন উপজেলা'র ৫০টি হাফিজি মাদরাসা'র ৭০০জন শিক্ষার্থী অংশ নেয়, যা বিগত বছরগুলোর তুলনায় সর্বোচ্চ।

এদিকে, সকাল ১২টায় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টের চেয়ারম্যান মাওলানা আব্দুর নূর, সভাপতি হাফিজ আব্দুর রহমান,বারঠাকুরি ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু,বারঠাকুরি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মাওলানা মাশুক আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবিদুর রহমান, আব্দুল মুমিন চৌধুরী। 

পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন হাফিজ ছালিক আহমদ, কক্ষ পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন আজিজুল কদ্বর, ওলিউর রহমান,আল আমিন চৌধুরী, ইমন আহমদ,আমজাদুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন