জকিগঞ্জের হাফসা কলেজের ছাত্রীদের সাথে নবাগত ওসির সচেতনতামূলক সভা

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ উপজেলার নারীদের উচ্চ শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের সাথে থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না সচেতনতামূলক বৈঠক করেছেন। ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কলেজের ক্লাস কক্ষে গিয়ে এ মতবিনিময় করেন।

এতে সমাজে ইভটিজিং, মাদক, যৌতুক, অপহরণ, বাল্যবিবাহ, ও মাদকের কুফল সংক্রান্ত ও অন্যান্য সমস্যা নিয়ে স্কুল শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।

জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতন করতে জকিগঞ্জ থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ওসি জহিরুল ইসলাম মুন্না।
এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা, সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা এবং সামাজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এসময় ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্কতামূলক দিক নির্দেশনা দেন ওসি জহিরুল ইসলাম মুন্না।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করতে চেষ্টা করছি। এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।’

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন