জকিগঞ্জ ব্যাটালিয়লের অভিযানে ৪০ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার জকিগঞ্জ ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৬০০ কেজি ভারতীয় চিনি, ৬৯০০ কেজি ভারতীয় পাউডার চিনি, ১১৫৬ পিস আতশবাজি, ২৫টি ফগ বডি স্প্রে, ৮ জোড়া খেলার বুট, ৭টি কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি বড় টাটা ট্রাক। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ৭ হাজার ২৮০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সীমান্ত এলাকায় বিজিবি'র এই তৎপরতা স্থানীয় জনগণের কাছে প্রশংসিত হয়েছে। বিজিবি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন