বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বিশ্বনাথ প্রতিনিধি :
 
সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কম্পাউন্ডের স্মৃতিস্তম্ভ’র সম্মুখে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা করা হয়।  

তোপধ্বনির পরপরই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুুনন্দা রায়।

এসময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের অংশ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন করা হয় বিজয় মেলার। পরে সকাল ১০টায় একই হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেন করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার ভিডিবি, উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল, উপজেলা ও পৌর ছাত্রদল, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরোটরি স্কুল, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, পিএফজি বিশ্বনাথসহ উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন