জকিগঞ্জ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয় দিবসে ১৬ ই ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় জকিগঞ্জ পৌর শহরে বিজয র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম.এ.হক চত্বরে উপজেলা সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারী মাওলানা জয়নুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন যথাক্রমে জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ শামসুদ্দিন মুহাম্মদ শামীম, সহ সেক্রেটারী মাওঃ নজরুল ইসলাম, মাওঃ ফয়জুল হাসান, সুলতানপুর ইউনিয়ন সভাপতি মাওঃ লুৎফুর রহমান শামীম, বারঠাকুরী ইউনিয়ন সভাপতি মাওঃ সিরাজ উদ্দিন, সেক্রেটারী মাওঃ বদরুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ বদরুল হক, খলাছড়া ইউনিয়ন সভাপতি কারী হোসাইন আহমদ, মানিকপুর ইউনিয়ন সেক্রেটারী ইজ্জাদ আহমদ, মাওঃ বাহার উদ্দিন, মাওঃ আজাদুর রহমান আজাদী, মাওঃ জাকির হোসেন, মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওঃ ইউসুফ আলী, যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুস ছামাদ, সহ সভাপতি হাফিজ জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হাফিজ, সহ সাধারণ সম্পাদক হাফিজ মনজুরুল ইসলাম, ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ হুছাইন আহমদ, পোর সভাপতি আমান উল্লাহ, ছাত্র নেতা আরিফুল করিম ও সৈয়দ মারজান আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত লাল সবুজের এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে ভিনদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা আরো বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মানে ইসলামী আইন বাস্তবায়নই হউক বিজয় দিবসে দেশপ্রেমিক জনতার অঙ্গীকার।