সিলেটের সাবেক এমপিসহ ৫ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

দুর্নীতির অভিযোগে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাবেক সংসদ সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহিরসহ আরও চার সাবেক সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির, তার স্ত্রী আলেয়া আক্তার এবং ছেলে মো. ইফাত জামিলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদক বিশেষভাবে নজর দিয়েছে। আবু জাহিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া ফেনী-১, ভোলা-৩, নোয়াখালী-১ এবং লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্যরাও এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত। তাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও নিষেধাজ্ঞার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তার স্ত্রী ও সন্তানরা। এছাড়া শিল্পকলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় অভিযুক্ত ২৪ জনের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন