গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুইভাই গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হোসাইন আহমদ (৩৫) ও তার ছোটভাই নাঈম আহমদ (২৫)। গ্রেফতারকৃত দুই ভাই গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে। বড়ভাই হোসাইন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ছোটভাই নাঈম ছাত্রলীগ নেতা।

জানা যায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একদল সেনাসদস্য ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযানে চালিয়ে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ৫টি ভুয়া পাসপোর্ট, একাধিক ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ফোন ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা তাদের পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।

গ্রেফতার হওয়া নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। বড়ভাই হোসাইনের বিরুদ্ধেও হামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন