জকিগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

জকিগঞ্জ প্রতিনিধি  ::
 
নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতার মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন