জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের সকল স্তরের মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসায় ও লিয়াকতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাজী আব্দুল হক ট্রাস্টের ১ম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আলিয়া মাদরাসার দাখিল নবম, সপ্তম ও ইবতেদায়ী চতুর্থ, কওমী মাদরাসার মুতাওয়াসসিতাহ ২য় (সপ্তম), ইবতেদাইয়্যাহ চতুর্থ এবং হাফিজি মাদরাসার ১-৫ পারা, ১-১০ পারা, ১-২০পারা ও ১-৩০ পারা এই ৪ স্তরে মোট ৩১০ জন পরীক্ষার্থীর সমন্বয়ে এই পরীক্ষা আয়োজিত হয়।
বিপুল সংখ্যক অভিভাবক ও শুভানুধ্যায়ীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো। ট্রাস্টের পরিচালনা কমিটি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মাদরাসা, স্কুলের শিক্ষকবৃন্দ টাস্ট প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস ভিন্ন পরিবেশের সৃষ্ঠি করে।
এসময় ট্রাস্ট প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী আবুল কালাম আজাদ এর পক্ষে পরীক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন তাঁর অনুজ সিলেট মহাজনপট্টির ব্যবসায়ী নুরুল আলম, ট্রাস্টের উপদেষ্টা মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ি, মাস্টার মোঃ মুতিউর রহমান চৌধুরী। তাঁরা ট্রাস্টের সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ হন এবং উচ্ছ্বসিত প্রসংশা করেন।
ট্রাস্টের সচিব ও সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম এর তত্বাবধানে পরিচালিত বৃত্তি পরীক্ষা কার্যক্রম দেখতে আরও উপস্থিত ছিলেন মাস্টার আমান উদ্দিন, মো: আব্দুল বাছিত মহরির, মো: আব্দুল মালিক, জামাল আহমদ, সেবুল আহমদ, মাওলানা আব্দুল গনি, মো: ফজলুর রহমান, মো: হিফজুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইমদাদুর রহমান, মো: বিলাল আহমদ, মাস্টার এনামুল হক, মাস্টার শফিকুর রহমান, মাস্টার মুহিবুর রহমান, ডা: কয়েস চৌধুরী, সুলতান আহমদ, আব্দুস সবুর প্রমুখ।
উল্লেখ্য, বীরশ্রী ইউনিয়নের গদাধর নিবাসী, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ তাঁর মরহুম পিতার স্মরণে "হাজী আব্দুল হক ট্রাস্ট "প্রতিষ্ঠা করেন।