জকিগঞ্জে বাসের চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু : শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে বাসের চাপায় আবির হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সকাল ১০ টার সময় সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ আব্দুল মতিন কনভেনশন সেন্টারের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র জকিগঞ্জের গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আবির গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটি জব্দ করেছে এবং চালককে আটক করার চেষ্টা করছে।

এদিকে বাসের চাপায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সড়কে বেঞ্চ বসিয়ে রাস্তা অবরোধ করে রাখে এবং ঘাতক বাস চালকের ফাঁসির দাবীতে বিক্ষোভ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন