হবিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু,


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক নারী। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোলেমান মিয়া তার স্ত্রীকে নিয়ে বাজার থেকে মোটরসাইকেল যুগে বাড়ি ফিরছিলেন। তারা যখন উপজেলা গেটের কাছে একটি ধান বোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন, তখন অপ্রত্যাশিতভাবে তার স্ত্রী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পেছন থেকে আসা ট্রাকটি এসে তাকে চাপা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ এবং ট্রাকটি উদ্ধার করেছে।এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

নবীনতর পূর্বতন