সিলেটে পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল স্বেচ্ছাসেবী সংস্থা হৃদয়ে জকিগঞ্জ

ডেস্ক রিপোর্ট : সিলেট শহরের বিভিন্ন স্পটে অসহায় দিনমজুর ও পথচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংস্থা হৃদয়ে জকিগঞ্জের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সংগঠনের আর্থ সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত থেকে পথচারীদের মাঝে শীতের কম্বল তুলে দেন হৃদয়ে জকিগঞ্জের উপদেষ্টা ভিপি মাহবুবুল হক চৌধুরী, কার্যকরি কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর, যুগ্ম সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, নির্বাহী সদস্য রুমন আহমদ, শাহান আহমদ ও সুফিয়ান আহমদ সহ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন